ছাতকে ফারহান টি,আর স্পোর্স ক্রিকেট ক্লাবের ফাইন্যাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


সুরমা টাইমস্‌ ডেস্ক::ছাতক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সফল আহবায়ক ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ তালুকদার বলেছেন, সুস্থ দেহ সবল মন খেলা ধূলার প্রয়োজন। কেউ যদি সুস্থ্য দেহ ও সবল মন চায় তাহলে খেলা ধূলার কোন বিকল্প নেই। খেলা ধূলা সুস্থ দেহ গঠনে ও মানসিক বিকাশে ভূমিকা পালন করে। আজ মঙ্গলবার ফারহান টি,আর স্পোর্স ক্রিকেট ক্লাব ধারন বাজারের উদ্যোগে আয়োজিত ফাইন্যাল ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারহান টি,আর স্পোর্স ক্রিকেট ক্লাব ধারন বাজার ও ফ্রেন্ডস্টার ক্রিকেট ক্লাব ধারনের মধ্যে অনুষ্ঠিত ফাইন্যাল ম্যাচে প্রথমার্ধে বেট করতে নেমে ফারহান টি,আর স্পোর্স ক্রিকেট ক্লাব ৯ উইকেটে ১শ’১৪ রান সংগ্রহ করে। জবাবে ফ্রেন্ডস্টার ক্রিকেট ক্লাব ধারন ১শ’১৫ রানের টার্গেট নিয়ে বেট করতে মাঠে নেমে ৩ উইকেটে ১শ’১১৫রান করে বিজয়ী হয়।
এদিকে খেলা শেষে ক্লাবের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও শরীফ আলমের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক মো. সুলতান চৌধুরী,তরুন ব্যাবসায়ী শামীম আহমদ,হোসাইন আহমদ, ক্লাবের সদস্য,রাঝ উদ্দীন,হামিদ,বাবলু,সাগর,ফাহিম,সুহেল,জুবেদ,মামুন,হাবিব,মামুন(২) প্রমুখ। সভা শেষে বিজয়ি দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ফ্রন্ডস্টার ক্রিকেট ক্লাবের পক্ষে ১ম পুরস্কারটি গ্রহণ করেন, মহসিন এবং ফারহান টি,আর স্পোর্স ক্রিকেট ক্লাবের রানার্স আপ পুরস্কারটি গ্রহণ করেন বদরুল আলম। ওয়াদুদের হাতে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেয়া হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Di76MJ

January 17, 2018 at 12:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top