ঢাকা, ১২ জানুয়ারি- দুদফা তারিখ পেছানোর পর বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলেতে শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দলের একটা অংশ এসেছে মাত্র। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় বহরটি পৌঁছানোর কথা রাত ১১টায়। আসন্ন সিরিজটিতে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে বহনকারী বিমান শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় অবতরণের কথা রয়েছে। লঙ্কান পুরো টিমই একসঙ্গে আসছে। শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের মধ্যে এলেও জটিলতার মুখে পড়ে জিম্ববুয়ের আগমন। প্রথমে ১০ জানুয়ারি দলটির ঢাকায় আসার কথা ছিল। প্রথম দফায় পিছিয়ে ১১ জানুয়ারি করা হয়। কিন্তু পরে তাও পিছিয়ে যায়। বিলম্বের কারণ হিসেবে জানা যায়, দলটির খেলোয়াড়-কর্মকর্তাদের বাংলাদেশে আসার বিমানের টিকিট আগে থেকে বুকিং দেয়া ছিল না। একসঙ্গে এতগুলো টিকিটিও পাওয়া যাচ্ছিল না, তাই বারেবারে সিডিউল পিছিয়ে দেয়া হয়। এর জেরে প্রস্তুতি ম্যাচও বাতিল করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে জিম্বাবুইয়ানদের ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা ছিল। ত্রিদেশীয় টুর্নামেন্টের সবগুলো ম্যাচই দিবারাত্রির। খেলা শুরু বেলা ১২টায়। ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আরও পড়ুন: বাবার জিম সেশনে অতিথি মাশরাফির ছেলে-মেয়ে জিম্বাবুয়ে স্কোয়াড গ্রায়েম ক্রেমার(অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস। শ্রীলঙ্কা স্কোয়াড অ্যাঞ্জেলো ম্যাথুস(অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাশমান্থা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা। প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Ftq8gy
January 13, 2018 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top