ওয়াশিংটন, ১২ জানুয়ারিঃ ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বরের ঘটনা। মুম্বই থেকে নিউইয়র্কগামী প্যান অ্যাম ফ্লাইট ৭৩ হাইজ্যাক করে দুষ্কৃতীরা। ঘটনায় প্রাণ হারান বিমানসেবিকা নীরজা ভানোট সহ ২০ জন। আহত হন শতাধিক মানুষ। তিনদশকেরও বেশি পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত ৪ অপহরণকারীর বর্তমান ছবি প্রকাশ করল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
জানা গিয়েছে, অভিযুক্তদের ২০০০ সালের ছবি ল্যাবরেটরিতে ‘এজ প্রগরেশন টেকনোলজি’র সাহায্যে পরিবর্তন করে তাদের বর্তমান ছবি তৈরি করেছে এফবিআই। অভিযুক্তদের নাম- ওয়াদুদ মহম্মদ হাফিজ আল তুর্কি, জামাল সইদ আব্দুল রহিম, মহম্মদ আব্দুল্লাহ খলিল হোসেন আররাহায়াল এবং মহম্মদ আহমেদ আল মুনাওয়ার। এই ৪ অপহরণকারীর খোঁজ দিতে পারলে মাথাপিছু ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে আমেরিকার কূটনৈতিক নিরাপত্তা পরিসেবা দপ্তর।
১৯৮৬–এর ঘটনায় যাত্রীদের বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান বিমানসেবিকা নীরজা ভানোট। তাঁর সাহসিকতার জন্য তাঁকে মরণোত্তর অশোক চক্র পুরস্কারে সম্মানিত করা হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D66F7m
January 12, 2018 at 07:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন