ঘোড়াস্ট্যান্ডে ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে এলাকায় শনিবার বিকালে মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। নিহত বিজিবি সদস্য চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির হাবিলদার হাফিজুর রহমান (৫০)। সে নওগাঁ জেলার মহাদেপুর উপজেলার নামানেপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। তিনি হাকিমপুর বিওপিতে কর্মরত ছিলেন। বিকালে সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে হাকিমপুর বিওপি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতিকুল ইসলাম জানান, সোনামসজিদ মহাসড়কের ঘোড়াস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী হাফিজুরকে চাপা দেয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2F4IaFR

January 06, 2018 at 09:40PM
06 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top