নগরী থেকে অপহরণ ও চাঁদাবাজীর মামলার আসামী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট নগরীর এয়ারর্পোট থানায় অপহরণ ও চাদাবাজী মামলার আসামী হেলালকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (০৫ই জানুয়ারি) রাত আনুমানকি ১০টায় এয়ারর্পোট থানার এসআই সাব্বির আরফাত সঙ্গীয় ফোর্স নিয়ে জালালাবাদ থানাদিন তেমুখী পয়েন্ট থেকে হেলালকে আটক করে। সে খাদিমনগর ইউনিয়নের বড়শালা গ্রামের মৃত সুরুজ আলী পুত্র।

মামলার বাদী পারভীন বেগম জানান, সন্ত্রাসী হেলাল আমার স্বামী হাফিজ মাওলানা গৌছ উদ্দিনের উপর হামলা ও বাসায় এসে জিম্মি করে জোরপূর্বক চেক, নগদ টাকা ও গাড়ীর কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমি এয়ারর্পোট থানায় অভিযোগ দায়ের করি। শুনেছি শুক্রবার পুলিশ হেলালকে আটক করেছে। আমি বাকী আসামীদেরকে আটক করার জন্য আহবান জানাচ্ছি এবং অপরাধিদের শাস্তি দাবী করছি।

গাড়ী অপহরণ ও চাদাবাজী মামলার আইও এসআই সাব্বির আরাফাত বলেন, এয়ারর্পোট থানার মামলা নং ৪/২০১৭। গাড়ি অপহরণ ও চাঁদাবাজী মামলায় হেলাল আহমদকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ মামলার দুই নম্বর আসামী। বাকী আসামীদেরকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে এ মামলায় আটক হেলালকে ইতিমধ্যে আদালতে প্রেরন করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2F5q8mJ

January 06, 2018 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top