তিরুবনন্তপুরম, ১৪ জানুয়ারিঃ রোবট এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে নর্দমা। এরকমই এক ঘটনার সাক্ষী থাকতে চলেছে কেরল। জঞ্জাল পরিষ্কারের জন্য কেরলের কয়েকজন পড়ুয়ার এই অভিনব উদ্যোগ প্রশংসা কুড়োচ্ছে সকলের।একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘জেনরোবোটিক্স’ নামে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দল সম্প্রতি ম্যানহোল, নর্দমা কিংবা জঞ্জাল পরিষ্কারের জন্য একটি রোবট বানিয়েছেন। কয়েকদিন আগে রোবটটিকে প্রকাশ্যে আনা হয়।
রোবটটির নাম দেওয়া হয়েছে ‘বান্দিকোট’। জানা গিয়েছে, রোবটটি ওজনে প্রায় ৮০ কেজি। রোবটটির মধ্যে পাইপ ও বালতি সংযোগ করা রয়েছে। পাশাপাশি একটি বেলচাও সংযোগ করা হয়েছে রোবটটিতে। রয়েছে ওয়াই ফাই ও ব্লুটুথ সিস্টেমও। ওই যুবকদের দাবি, রোবটটি একসঙ্গে তিনজন শ্রমিকের কাজ করতে পারবে। যে কাজটি আগে তিনঘণ্টায় শেষ হতো, সেই কাজটি ৩০ মিনিটে শেষ করতে পারবে এই রোবটটি। সূত্রের খবর, ইতিমধ্যে কেরল সরকার ৫০টি রোবটের অর্ডার দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Fx4mZn
January 14, 2018 at 01:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন