১৭ বছর পর সিনেমায় শমী কায়সার

সুুরমা টাইমস ডেস্ক ::
জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার এখন অভিনয়ে নিয়মিত নন। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন তিনি। ২০০২ সালে মুক্তি পাওয়া চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ সিনেমায় অভিনয় করেছিলেন শমী কায়সার। অবশ্য এর আগে সরকারি অনুদানের ‘সনাতন গল্প’-এ অভিনয় করলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি।

এবার নতুন সিনেমায় দেখা যাবে এক সময়ের জনপ্রিয় এ টিভি তারকাকে। জানালেন পরিচালক শহীদুল হক খান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ‘যুদ্ধ শিশু’ সিনেমার মহরত। শমী সেখানে উপস্থিত না থাকলেও পরিচালক শহীদুল তথ্যটি জানান।

পরিচালক বলেন, ‘শমী কায়সার মোবাইল ফোনে বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন।’

মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে ‘যুদ্ধশিশু’ নির্মিত হচ্ছে এসএইচকে প্রোডাকশনের ব্যানারে। ছবিটিতে আরো অভিনয় করবেন চম্পা, পপি, নাদিম, নাসিম আনোয়ার, মঞ্জুর আলম, আরবি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। হ্যাপিনেস মাল্টিমিডিয়ার ব্যানারে ‘যুদ্ধ শিশু’ ছবিটির সহ-প্রযোজনায় আছেন মল্লিক এস আরেফিন ও মহসিন আলম।

এ ছবিতে অভিনয়ে শমী কায়সার জানান, ১৭ বছর পর চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এর আগে ‘হাসনরাজা’ ছবিতে অভিনয় করেছিলাম। মুক্তিযুদ্ধভিত্তিক এমন কাজের সাথে আমিও থাকতে পেরে খুবই ভাল লাগছে। তাই ছবিটিতে অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।

যুদ্ধ শিশু ছবিটিতে আরো অভিনয় করবেন পপি, চম্পা, সোহেল রানা, নাদিম খানসহ অনেকেই। যুদ্ধশিশু নির্মিত হবে মাসুদ রানার রৌদ্রবেলা ও ঝরাফুল উপন্যাস অবলম্বনে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2qYy6ex

January 13, 2018 at 09:08PM
14 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top