কুয়ালালামপুর, ১২ জানুয়ারি- মালয়েশিয়ায় আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে মানব পাচারচক্রের নেতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে। শুক্রবার সকালে শাহ আলম এলাকা থেকে আবাং বাংলা নামে পরিচিত ওই মানব পাচারকারীসহ অন্যদের আটক করা হয়। মালয়েলিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীকে উদ্ধৃত করে দ্য স্টার অনলাইনের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মুস্তাফার আলী, আবাং বাংলা নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই বাংলাদেশিসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। আটককৃতরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত। তারা যে বাড়িতে থাকত সেটি কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা। আরও পড়ুন: আটলান্টায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মুস্তাফার বলেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি। এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত। তথ্যসূত্র: যুগান্তর এআর/২১:৪৩/১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AUjaxM
January 13, 2018 at 03:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন