রায়গঞ্জে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য, ধৃত এক

রায়গঞ্জ, ১২ জানুয়ারিঃ পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। ওই এলাকার ব্যবসায়ী সমিতির সম্পাদক দিপঙ্কর প্রামাণিকের দোকানের সিন্দুক থেকে নগদ ৪৫ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার সোনার অলংকার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। দিপঙ্করবাবু জানান, দেবীনগর মন্দিরের সমস্ত অলংকার সিন্দুকে রাখা ছিল। পাশের জঙ্গল থেকে ফাঁকা সিন্দুকটি পাওয়া গিয়েছে। সম্ভবত চুরি করে পালানোর সময় সেটি জঙ্গলে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা।

এদিকে, দেবীনগর বেলতলা এলাকায় একটি মোবাইলের দোকানে টিন কেটে চুরির চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি দোকানের মালিক টের পেয়ে যাওয়ায় চোররা কিছু নিতে পারেনি।

আবার অন্যদিকে, দেবীনগর বাজার সংলগ্ন ভরত পোদ্দারের বাড়ির মন্দির থেকে শিবের সোনার চোখ চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

শহরে পরপর চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চোরদের খোঁজে তল্লাশি চলছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ECkpE5

January 12, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top