তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর কলকাতা

কলকাতা, ১২ জানুয়ারিঃ বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে ধুন্ধুমার উত্তর কলকাতা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে জোড়াবাগান, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকা। দফায় দফায় সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এমনকি কেন্দ্রীয় পর্যবেক্ষকের গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন পথচারীরাও। ঘটনার জেরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।

বিজেপি-তৃণমূল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিজেপি।

এদিনের এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, এদিনের ঘটনা জানতে দিলীপ ঘোষকে ফোন করেন অমিত শাহ। যুব মোর্চার মিছিল নিয়ে গতকাল থেকে এখনও পর্যন্ত যা যা হয়েছে, তা তিনি অমিত শাহকে ফোনে বিস্তারিত জানিয়েছেন। একইসঙ্গে ঘটনার প্রতিবাদে দিলীপ ঘোষ গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন। এই ঘটনার জেরে রাজ্য সরকারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বয়কট করলেন নীতিন গড়কড়ি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FvaNfr

January 12, 2018 at 08:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top