কলকাতা, ৩১ জানুয়ারি- জল্পনার শেষ নেই বিতর্কিত প্রাক্তন পুলিশ অফিসার ভারতী ঘোষকে নিয়ে। নবান্নের সঙ্গে মধুর সম্পর্ক ভেঙে যেতেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ভারতী ঘোষকে। গোঁসা করে তিনি বদলি না নিয়ে চাকরি থেকে স্বেচ্ছাবসরই নিয়ে নেন। তার পরে সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও, তিনি প্রকাশ্যে মুখ খোলেননি। ভারতীর বিজেপি-তে যোগদানের কথা শোনা গেলেও রাজনীতি থেকে এখনও নিজেকে দূরে রেখেছেন তিনি। এর মধ্যে একদিন সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জঙ্গলমহলে তাঁর ঘনিষ্ঠ অফিসারদের বদলি নিয়ে মুখ খুলেছিলেন। তখনই ভারতী সময় মতো মুখ খোলার বার্তা দিয়েছিলেন। বেশ কয়েকদিন চুপ করে ছিলেন তিনি। হঠাৎই সোমবার মধ্য রাতের পরে সাংবাদিকদের একটি মেসেজ পাঠিয়ে চমকে দিয়েছেন ভারতী ঘোষ। ভারতী নাম না করে দুই তৃণমূল নেতাকেই মূলত হুমকি দিয়েছেন। তিনি কীভাবে শাসক দলের দুই নেতার কথোপকথনের ব্যাপারে জানতে পারলেন, তার ব্যাখ্যায় অবশ্য যাননি প্রাক্তন পুলিশ সুপার। ভারতী ঘোষকে ফোন করলেও, তিনি মঙ্গলবার সকাল পর্যন্ত ফোন ধরেননি। ফলে এর বিস্তারিত ব্যাখ্যাও পাওয়া যায়নি। এখনও পর্যন্ত সরকারি ভাবে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আরও খবর: বইমেলায় প্রকাশ পাচ্ছে মমতার ৫ টি নতুন বই তবে যেই তাঁর বিরুদ্ধে মামলা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করুন, সেই ব্যক্তিকে যে তিনি ছেড়ে কথা বলবেন না, তা বুঝিয়ে দিয়েছেন ভারতী। পুলিশ প্রশাসন থেকে দূরে থাকলেও, তাঁর সোর্স যে এখনও রয়ে গিয়েছে প্রশাসন ও শাসক দলের অন্দরে, তাও বুঝিয়ে দিয়েছেন ভারতী। প্রাক্তন এই আইপিএস অফিসারের হুমকি-এসএমএস-কে শাসক দলের নেতারা ঠিক কী ভাবে নেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তথ্যসূত্র: এবেলা এআর/১৩:১৫/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EpCtCq
January 31, 2018 at 07:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন