কলকাতা, ৩১ জানুয়ারি- শুরু হল ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ মঙ্গলবার(৩০ জানুয়ারি) বইমেলার উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলছে এবারের বইমেলা ৷ এবছর বইমেলার থিম কান্ট্রি ফ্রান্স ৷ আগামিকাল থেকে সাধারণের জন্য চালু বইমেলা ৷ এবারের বইমেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আগামী বছর বইমেলার উদ্বোধন হবে ২২ জানুয়ারি ৷ ২৩ জানুয়ারি-৩ ফেব্রুয়ারি চলবে বইমেলা ৷ এবারের বইমেলাতে প্রকাশ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ টি নতুন বই ৷ বইগুলি হল, শিশু বেলা, অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, আমার নবপ্রজন্ম ৷ প্রকাশ পাবে নতুন বই বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী ৷ উর্দুতে বেরোচ্ছে সাবেরা৷ আরও খবর: আমরা আবাস যোজনা প্রকল্প তৈরি করেছি, রাজ্যে কাঁচা বাড়ি থাকবে না: মমতা এছাড়াও ইংরাজিতে বেরোল মাই জার্নি, প্রকাশিত মা-মাটি-মানুষ বইটির হিন্দি অনুবাদ ৷ অলচিকি ভাষাতেও প্রকাশ পাবে মমতার বই ৷ তথ্যসূত্র: নিউজ১৮ এআর/১০:২৭/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DOWDES
January 31, 2018 at 04:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন