ঢাকা, ০৭ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরেছেন এনামুল হক বিজয়। আর বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে ছিটকে যান এনামুল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। চলতি বিপিএল শেষে আবারও আলোচনায় ছিলেন এনামুল। ঢাকা বিভাগের বিপক্ষে ক্রিকেট লিগে এক মৌসুমে পঞ্চম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব গড়েছেন এই ওপেনার। ৬ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে এনামুলের রান ছিল ৬১৯। আগের মৌসুমেও দুই সেঞ্চুরিতে করেছিলেন ৪৬৬ রান। আরও পড়ুন: পান্ডিয়ার বীরত্বের পরও ২০৯ রানে অলআউট ভারত এনামুলের মতো বিপিএলে ভালো খেলার ফল হিসেবে স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ মিঠুন। দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজরে ছিলেন মিঠুন। এদিকে এবারই প্রথম পারফরম্যান্স খরার কারণে বাদ পড়লেন তাসকিন। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় তাসকিনের। এরপর শুধু চোটের কারণে তিনটি ম্যাচে খেলতে পারেননি। বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম। সূত্র: বিডি২৪লাইভ আর/৭৭:১৪/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F7w92t
January 07, 2018 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top