তিরুপতি, ৭ জানুয়ারিঃ মন্দিরের ৪৪ জন অহিন্দু কর্মচারীদের ছাঁটাই করার আগে, তাদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠাল তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ড। এই ৪৪ জনকে এর আগে বরখাস্তের নোটিস পাঠানো হয়। তারপরই তাঁদের কাছে জানতে চাওয়া হয় কেন তাঁদের নির্দিষ্ট পদে রাখা হবে।
১৯৮৯ থেকে ২০০৭ পর্যন্ত অহিন্দু কর্মচারীদের কেবলমাত্র শিক্ষকতার কাজের ক্ষেত্রে নিয়োগ করা যেত। তবে মন্দিরের নতুন নিয়ম অনুযায়ী, ২০০৭ এর পর থেকে এই মন্দির কর্তৃপক্ষের আওতায় কোনও ক্ষেত্রেই অহিন্দু কর্মীরা অংশ নিতে পারবেন না, এমনই সংস্কার এনেছে তিরুমালা মন্দির।
উল্লেখ্য, হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়না মন্দির চত্বরে। যতক্ষণ না পর্যন্ত সেই দর্শনার্থী লিখিতভাবে জানাচ্ছেন যে, তিনি ঈশ্বর বালাজির ওপর আস্থা ও বিশ্বাস রাখেন ততক্ষণ তাঁকে ঢুকতে দেওয়া হয়না মন্দিরে। এদিকে, মন্দিরে কর্মী ছাঁটাইয়ের পরিস্থিতি সামলাতে ওই ৪৪ জন কর্মীকে অন্ধ্রপ্রদেশ সরকারের আওতায় একইরকমে পদে বদলি করার পদক্ষেপ নিতে চলেছে কর্তৃপক্ষ। তিরুমালা বোর্ডের এই পদক্ষেপের ওপর আপাতত কোনও শিলমোহর পড়েনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CzBw8T
January 07, 2018 at 06:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন