সিলেট মনিপুরি পাড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি ২৮তম মহানামযজ্ঞ

সুরমা টাইমস ডেস্ক ::সিলেট মনিপুরি পাড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি ২৮তম মহানামযজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার রাতে সিলেট নগরীর আম্বারখানাস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে ২৮তম ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম মহানামযজ্ঞ উৎসব পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি কেক কাটেন এবং জিউর মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অর্থমন্ত্রীকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

নিশিতা ফুডস্ এর আয়োজনে পাঁচ দিনব্যাপি মহানামযজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অর্থমন্ত্রীকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংঘের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মুমিন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামীলীগ নেতা বিজিত চৌধুরী, মহানগর যুবলীগের আহবায়ক আলাম খান মুক্তি, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, বেনী ভূষন ব্যানার্জী, পুলিশ কর্মকর্তা বিবতী ভূষন, রনঞ্জিত পাল, জ্যোতিক পাল, পথিক পাল, ফটিক পাল, প্রদীপ পাল, স্বপন কর্মকার, সুমন পাল, বজেন্দ্র সিংহ, পরিমল সিংহ, পঞ্চত সিহং, এম এ সালাম খোকন, ফয়জুল ইসলাম সুমন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mUPiNA

January 20, 2018 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top