কলকাতা, ২৫ জানুয়ারিঃ সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক হত্যাকাণ্ডে প্রথম চার্জশিট দিল সিআইডি। বৃহস্পতিবার দার্জিলিং জেলা আদালতে জমা পড়ল এই চার্জশিট। আদালত সূত্রে খবর, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নেই মূল অভিযুক্ত বিমল গুরুংয়ের নাম। সিআইডি সূত্রে খবর, নাম না থাকলেও বিমলের নির্দেশেই যে তার বাহিনী পুলিশের ওপর গুলি চালায় এবং অমিতাভকে খুন করে, তার উল্লেখ রয়েছে চার্জশিটে।
সিআইডির স্পেশাল সুপার অজয় প্রসাদ জানান, চারজনের নাম প্রথম চার্জশিট থাকলেও বিমল গুরুং ও প্রকাশ গুরুংয়ের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিটে আনার প্রক্রিয়া চলছে। অর্থাত্ পরবর্তী চার্জশিটে দেশদ্রোহিতায় অভিযুক্ত গুরুংয়ের নাম থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
সিআইডি জানিয়েছে, গুরুং ওই দিন ঘটনাস্থলে ছিল। তবে ঘটনার সাক্ষী হিসেবে কাউকে পাওয়া যায়নি। এব্যাপারে সিআইডি আদালতকে জানায় ভয়ে কেউ কিছু বলতে চায়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E9KBH9
January 25, 2018 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন