নয়াদিল্লি, ২৫ জানুয়ারিঃ সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের দেশের ভিত্তিই হল সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং সৌহার্দ্য’। তিনি আবার মনে করিয়ে দিয়েছেন, ভারতীয় সমাজের বৈশিষ্ট্যই হল সহযোগিতা।
তিনি বলেন, এই দিনে জন্ম হয়েছিল সাধারণতান্ত্রিক ভারতের। যার মাধ্যমে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমতার অধিকার অর্জন করতে পেরেছি। তাই এই সাধারণতন্ত্র দেশবাসীর। একজন সেনা অথবা একজন কৃষক, প্রত্যেকেই সাধারণতন্ত্রের স্তম্ভ।
এর পাশাপাশি তিনি বলেন, সভ্য জাতি তৈরি হয় সভ্য প্রতিবেশীদের সান্নিধ্যে। গ্রাম শহর নির্বিশেষে আমরা ব্যক্তির ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অধিকারকে সম্মান করি। তিনি আরও বলেন, আমরা কারোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত নাও হতে পারি। অথবা কোনও ঐতিহাসিক ঘটনায় ভিন্নমত পোষণ করতেই পারি। তবে কারোর ব্যক্তিগত পরিসর এবং মর্যাদাকে উপহাস না করে। এটাই সৌভ্রাতৃত্ব।
রাষ্ট্রপতি আরও বলেছেন, দেশের ৬০ শতাংশেরও বেশি নাগরিকের বয়স ৩৫-এর কম। যুব সমাজই আমাদের আশা। আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি। এবার দেশে শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটাতে হবে। শিক্ষার সংস্কার, উন্নয়ন ও ব্যাপ্তিই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ২০২০ সালে প্রজাতান্ত্রিক দেশ হওয়ার ৭০ বছর এবং ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর। একুশ শতকে প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদের উন্নত ভারত গড়ে তুলতে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EcoIHl
January 25, 2018 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন