সুরমা টাইমস ডেস্ক ঃঃ আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে আতিকসহ মোট ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন।
এদের মধ্য থেকে একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হবে।
অকাল প্রয়াত আনিসুল হকের উত্তরসূরি ঠিক করতে এই উপ-নির্বাচনে মেয়র প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার।
আনিসুল হকের মতোই বিজিএমইএর সাবেক সভাপতি আতিকই আওয়ামী লীগের মনোনয়ন পেতে চলছেন বলে জোর আলোচনা রয়েছে। তিনি নিজেও দাবি করেছেন, শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই মাঠে নেমেছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আতিককে সাংবাদিকরা প্রশ্ন করেন, মনোনয়ন না পেলে তিনি কী করবেন?
উত্তরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষ হয়ে কাজ করব।”
রাজনীতিতে নবিশ আতিকের এক ভাই সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম; আরেক ভাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DDnEf5
January 16, 2018 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন