সুরমা টাইমস ডেস্ক:: ছাত্রলীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রলীগ জোর করে দেশ-সমাজ-রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে চায়। কিন্তু তারা তা পারবে না। এর অবসান হবেই। এ দেশের মানুষ নিঃসন্দেহে তাদের পরাজিত করবে।
আজ বুধবার দুপুরে ঢাকার বনানী কবরস্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
মির্জা ফখরুল বলেন, যখনই তাদের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিক্টোরিয়াল অথোরিটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তখনই তাদের হাতিয়ার হয়ে তারা আক্রমণ করেছে গণতন্ত্রকামী মানুষের ওপর।
তিনি বলেন, সরকার চেষ্টা করছে নির্বাচন যেন না হয়। তারা জানে, সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তারা কখনোই নির্বাচিত হবে না।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bq6A9F
January 24, 2018 at 11:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন