সুরমা টাইমস ডেস্ক:: দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর, রণবীর সিং, অদিতি রাও হায়দারি অভিনীত, সঞ্জয় লীলা বানশালি নির্মিত ২ ঘন্টা ৪৩ মিনিটের ড্রামা ছবি পদ্মাবত। আগামী কাল ভারতজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
ছবির প্রেক্ষাপট ১৩ শতকের রাজস্থান। মাহারাওয়াল রতন সিং-এর (শাহিদ কাপুর) স্ত্রী রানি পদ্মাবতীর (দীপিকা পাড়ুকোন) সৌন্দর্য ও শৌর্যের খ্যাতি সারা দেশ জোড়া। দিল্লির সুলতান, অত্যাচারী আলাউদ্দিন খিলজির নজর পড়ে রানি পদ্মাবতীর উপর। তাঁকে নিজের বশে আনার জন্যে সব সীমা অতিক্রম করেন খিলজি… অতঃপর…
১৫৪০ সালে মালিক মুহাম্মদ জয়সি একটি সুফি কবিতা লেখেন। নাম পদ্মাবত। তার উপর ভিত্তি করেই শো-ম্যান সঞ্জয় লীলা বানশালি তৈরি করেন তাঁর ম্যাগনাম ওপাস পদ্মাবত। কবির বর্ণনার সঙ্গে যোগ হয় পরিচালকের কল্পনা। ক্রিয়েটিভ লাইসেন্সই বলুন বা পোয়েটিক লাইসেন্স, সঞ্জয় লীলা বানশালি পর্দায় যে পদ্মাবত ফুটিয়ে তোলেন, তা এককথায় রূপকথা। স্ক্রিনের উপর যে দৃশ্য উন্মোচিত হয়, তা নিয়ে এতদিন ধরে এত অশান্তির প্রয়োজন বোধহয় ছিল না। তাঁর অতি প্রিয় দুই তারকা দীপিকা ও রণবীরের সঙ্গে এবার বাড়তি পাওনা শাহিদ কাপুর। এই ত্রয়ীর অসাধারণ অভিনয়, নিঃসন্দেহে প্রত্যেক দর্শকের মনে দাগ ফেলবে।
মেওয়ারের রাজা রতন সিং-এর ভূমিকায় অনবদ্য শাহীদ কাপুর। রাজপুত রাজার ভূমিকায় তাঁর রাজকীয় অভিনয় এবং স্ক্রিন জুড়ে তাঁর অনন্য উপস্থিতি ফের একবার প্রমাণ করে শহীদ কাপুরের মতো অভিনেতা এখনো বলিউডে হাতে গোনা কয়েকজনই আছেন। আর তাই তো মেওয়ারের প্রজা, রানি পদ্মাবতী থেকে শুরু করে প্রেক্ষাগৃহে বসে থাকা দর্শকের মনেও নিজের আসন পাকা করে নেন শহীদ। সাহসী ও বুদ্ধিমতী রাজপুত রানি পদ্মাবতীর ভূমিকায় দীপিকা পাড়ুকোন প্রমাণ করলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি আজ শুধু সুন্দরী নায়িকাই নন, তিনি খাঁটি অভিনেত্রীও বটে।
এবার আসা যাক অত্যাচারী সম্রাট আলাউদ্দিন খিলজি প্রসঙ্গে। সুরমা পরা হিংস্র চোখের চাহুনি থেকে শুরু হয়ে এক পাশবিক বডি ল্যাঙ্গোয়েজ, রণবীর সিং এই চরিত্রে যথাযথ। তাঁর এবং শহীদ কাপুরের মধ্যে যে কয়টি দৃশ্য রয়েছে তাতে দুই অভিনেতাই প্রখর। আলাউদ্দিনের বেগমের ভূমিকায় অদিতি রাও হায়দারিও এই চরিত্রটি যথেষ্ট যত্ন নিয়েই ফুটিয়ে তুলেছেন।
3D-তে যেন আরও বেশি করে ফুটে উঠেছে ঐশ্বর্য ও প্রাচুর্য। তবে এক্ষেত্রে সাধুবাদ জানাতেই হবে ছবির সিনেমাটোগ্রাফার সুদীপ চট্টোপাধ্যায়কে। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে একের পর এক অসাধারণ ফ্রেম। তবে অ্যাকশন সিনগুলি বিশেষ দাগ কাটতে পারে না। গানের দৃশ্যগুলিও বিশেষ কোনো ভূমিকা পালন করে না চিত্রনাট্যে। ছবির সময়ও খানিক কমালে বিশেষ ক্ষতি হত বলে মনে হয় না। ছোটখাটো কিছু খুঁত সহই এই ছবি নিঃসন্দেহে দর্শকদের মনোরঞ্জন করবে।
সূত্র:- টাইমস অফ ইন্ডিয়া
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DDTrz0
January 24, 2018 at 11:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন