গোমস্তাপুরে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে রহনপুর কোলনী মোড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেল আলোচনা সভার আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,মামুন অর রশীদ, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , মতিউর রহমান, মহিলা দলের সম্পাদিকা, মিলিয়ারা বেগম, মহিলা দলের সভানেত্রী, শামশুনাহার, উপজেলা যুব মহিলা লীগের সম্পাদিকা, আইরিন বেগম, রহনপুর পৌর যুব লীগের সভাপতি রাশেদুল ইসলাম, রহনপুর পৌর যুব লীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, রহনপুর পৌর যুব লীগের সিনিয়র সভাপতি ,মহসিন আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধ’র প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১০-০১-১৮



from Chapainawabganjnews http://ift.tt/2CWcfdc

January 10, 2018 at 03:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top