মুম্বই, ৮ জানুয়ারিঃ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঠিক পাশেই বিসিসিআই এর দপ্তরে হানা দিল আয়কর দপ্তর। প্রায় ১৫ ঘণ্টা ধরে এই তল্লাশির পর বোর্ডের নানা কাগজপত্র দেখেছেন আয়কর আধিকারিকরা। গত ৪ জানুয়ারি সকাল ১১ টা নাগাদ বিসিসিআইয়ের অফিসে হানা দেয় আয়কর দপ্তর। রাত আড়াইটে পর্যন্ত চলে এই তল্লাশি। প্রত্যেক ফ্লোরের প্রত্যেকটি ঘরে কাগজপত্রের খুঁটিনাটি দেখেছেন আধিকারিকরা। আয়করের হানা দেওয়ার খবর আগেই জানানো হয়েছিল বিসিসিআইয়ের সিইও রাহুল জহুরী ওসিএফও রাঙ্গনেকারকে। দু’জনকেই আজ বিকেল ৩টেয় চারনি রোডের আয়কর দপ্তরে ডাকা হয়েছে।
৪ জানুয়ারি ৫-৬ জনের একটি দল বিসিসিাইয়ের দপ্তরে যায়। তবে আয়কর হানার সময় রাঙ্গনেকার দপ্তরে ছিলেন না। তিনি বান্দ্রাতে আইপিএলের অনুষ্ঠানে গিয়েছিলেন। আয়কর আধিকারিকদের ফোন পেয়ে তিনি দপ্তরে ফেরেন। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাঙ্গনেকারকে এব্যাপের জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আয়কর দপ্তর প্রতিবছরই হানা দেয়। এতে চিন্তার কিছু নেই।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CRDbee
January 08, 2018 at 05:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন