ঋদ্ধির নতুন রেকর্ড

কেপটাউন, ৮ জানুয়ারিঃ বিদেশের মাটিতে উইকেটের পেছনে দাঁড়িয়ে গড়ে ফেললেন নতুন রেকর্ড৷ একটি টেস্টে সর্বোচ্চ ক্যাচের নজির গড়লেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দু’ইনিংস মিলিয়ে ঋদ্ধির শিকার ১০৷ ভাঙলেন ধোনি এবং নয়ন মোঙ্গিয়ার রেকর্ডও৷

এর আগে ন’টি উইকেট নিয়ে এই রেকর্ড ছিল ধোনির। এই তালিকায় তৃতীয় স্থানে দু’বার আটটি উইকেট নিয়ে রয়েছেন নয়ন মোঙ্গিয়াও।

বিশ্ব ক্রিকেটে এই তালিকার শীর্ষে ১১টি উইকেট নিয়ে রয়েছেন জ্যাক রাসেল ও এবি ডিভিলিয়ার্স। ১০টি উইকেট নিয়ে বব টেলর, অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ঋদ্ধি।

wriddhiman saha creates record got 10 wickets in a match



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AGeGdQ

January 08, 2018 at 06:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top