নয়াদিল্লি, ৮ জানুয়ারিঃ আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীর বুকে পবিত্র অক্ষরধাম মন্দিরে হামলার সঙ্গে প্রজাতন্ত্র দিবসের প্যারেড ভেস্তে দেযওার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের। ধৃত এক জঙ্গিকে জেরা করে আজ এমনই তথ্য জানতে পেরেছেন অ্যান্টি টেরোরিসম স্কোয়াড(এটিএস)। এটিএস আধিকারিকদের ম্যারাথন জেরার মুখে এমনই জানায় ধৃত জঙ্গি বিলাল আহমেদ ওয়ানি।
এটিএস আধিকারিকেরা জানিয়েছেন, ওয়ানি স্বীকার করেছে যে, সে তার দুই সঙ্গী নিয়ে অক্ষরধাম মন্দিরে হামলা চালানোর পাশাপাশি ২৬ জানুয়ারির প্যারেড তছনছ করার পরিকল্পনা করে। তারা আরও জানায়, জামা মসজিদের কাছে ২ জানুয়ারি অল রশিদ গেস্ট হাউসে ওঠে তিন জঙ্গি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ এটিএস ও দিল্লি পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয়। তল্লাশির পর দেখা যায়, ওয়ানির দুই সঙ্গী মুদসির আহমেদ ওয়াহ ও মহম্মদ আশরাফ ৬ জানুয়ারিই হোটেল ছেড়ে পালিয়েছে। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের দয়ালগাঁওয়ের বাসিন্দা ওয়ানি(৩২) শতাব্দী এক্সপ্রেসে বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতের কাছ থেকে আধার কার্ড-সহ বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে।
দিল্লি ও সংলগ্ন এলাকায় জারি হয়েছে হাই অ্যালার্ট। দিল্লি ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D7w3Hy
January 08, 2018 at 06:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন