টরন্টো, ০৮ জানুয়ারি- অতি সম্প্রতি মৌলভীবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমেদ মাহীর স্বজনদের উদ্যোগে টরন্টোতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেলো। গত রোববার সন্ধ্যায় স্থানীয় মিজান অডিটোরিয়োম আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিবর্গ। দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টোর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আবেগঘন বক্তব্য রাখেন, নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলী শাবাব এর বড় বোন নওরিন রিফাত। তিনি তার ভাই ও নাহিদ আহমেদ মাহীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয় তার বর্ণনা দেন। তিনি খুনীদের সর্ব্বোচ্চ সাজা দাবী করে আর কোন মায়ের কোল যাতে খালি না হয় সে ব্যবস্থা নেয়ার জন্য সরকারে প্রতি আহবান জানান। অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন মোঃ শামীম মিয়া। অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন কহিনুর তানভীর। হল ভর্তি অংশগ্রহণকারীদের এ প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি রেজাউর রহমান, ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার, সাপ্তাহিক আজকাল সম্পাদক রণি চৌধুরী, বাংলা মেইল সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক নবদ্বীপ সম্পাদক এম এইচ মামুন, বিশিষ্ট সমাজকর্মী লায়েক আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাসুক মিয়া, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি সৈয়দ গাফরান, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি সাকের মোস্তফা চৌধুরী, ডায়মন্ড চৌধুরী, আখলাক হোসেন প্রমুখ। বক্তারা দেশের সামাজিক অবক্ষয় এবং অপ রাজনীতিতে আক্রান্ত জাতিকে মুক্তি দিতে শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধের জোরালো দাবী করেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CIU8U2
January 09, 2018 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top