ঢাকা, ১০ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজ ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই সিরিজে অংশ নিতে আজ বাংলাদেশে এসে পৌঁছার কথা ছিল জিম্বাবুয়ের। তবে আজ নয়, গ্রায়েম ক্রেমারের দল আসছে আগামীকাল (বৃহস্পতিবার)। ত্রিদেশীয় সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। তারা আসবে আগামী ১৩ জানুয়ারি। চন্ডিকা হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেয়ার পর তিনি শক্তিশালী এক দলই বেছে নিয়েছেন আসন্ন সিরিজে সাবেক শিষ্যদের মোকাবেলা করার জন্য। আরও পড়ুন: রুমানা বিগ ব্যাশে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। ত্রিদেশীয় সিরিজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা। তথ্যসূত্র: জাগোনিউজ এআর/১০:৫০/১০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FmlwZG
January 10, 2018 at 04:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন