ঢাকা, ০৯ জানুয়ারি- ২০১৮ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২-১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯-২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রতি পর্বের শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ বছর ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে ৫০টি বাস দেবেন। এ বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি খুবই দুঃখিত যে এ বছর আমাকে একসাথে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছিল। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি ৫০ টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো। তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আপনারা দয়া করেছেন বলেই আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমার সামর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেড় মাসের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে নভেম্বরে দেশে ফেরেন ডিপজল। এখন অনেকটাই সুস্থ আছেন জানিয়ে কালের কণ্ঠকে বলেন, আল্লাহ চেয়েছেন বলে আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, এর আগের বিশ্ব ইজতেমায় মনোয়ার হোসেন ডিপজল ১৯৫ টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজে ইজতেমায় অংশ নেয়। তবে এবার বাস বিক্রি করে দেয়ায় ডিপজলের মন খারাপ। আগামীবার আবার চেষ্টা করবেন বলেও তিনি জানান। সূত্র:কালের কন্ঠ এমএ/১১:১০/০৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CKvRwJ
January 10, 2018 at 05:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top