চীনে জাহাজ-ট্যাঙ্কার সংঘর্ষ, দুই বাংলাদেশিসহ নিখোঁজ ৩২

চীনের পূর্ব উপকূলে তেলবাহী জাহাজের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে ৩২ ক্রু নিখোঁজ হয়েছে। নিখোঁজদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৩০ জন ইরানী রয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে চীন সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। রোববার চীনের পরিবহন মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থার সিনহুয়া’র।

মন্ত্রণালয় বলছে, পানামার নিবন্ধিত তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে হংকংয়ের একটি মালবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার রাত ৮টার দিকে ইয়াঙজে নদীর মোহনা থেকে ১৬০ মাইল পূর্ব সমুদ্র উপকূলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিখোঁজ ৩২ ক্রু তেলবাহী ট্যাঙ্কারের সদস্য ছিলেন। তবে হংকংয়ের মালবাহী জাহাজের ২১ চীনা ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে। চীনের সামুদ্রিক কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে ও উদ্ধারের জন্য আটটি সামুদ্রিক যান দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।

চীনের সমুদ্র গবেষণা ও উদ্ধার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পর কোরীয় উপকূল থেকেও কোস্টগার্ডের একটি জাহাজ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m2wQ4k

January 07, 2018 at 01:22PM
07 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top