ঘন কুয়াশায় রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাতটার দিকে নরসিংদীর মাধবদী থানার মেঘনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার পুরানচরের এমদাদ মেম্বারের ছেলে রফিকুল ইসলাম এবং তার দুই বন্ধু অশোক দত্ত ও সোহেল।
জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু অশোক ও সোহেলকে নিয়ে মাধবদী যাচ্ছিলেন রফিকুল। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে মেঘনা বাজার এলাকায় তাদের মোটরসাইকেলটি একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
খবর পেয়ে ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাসির উদ্দীন ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ মোল্লা জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2m6PnN8
January 07, 2018 at 01:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.