এবার থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুক করা যাবে গ্যাস

নয়াদিল্লি, ৯ জানুয়ারিঃ এবার থেকে ফেসবুক এবং টুইটারের মাধ্যমে রান্নার গ্যাস বুক করা যাবে। এই সুবিধা আনতে চলেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এখন থেকে এসএমএস এর মাধ্যমে নয়, নিমেষে রান্নার গ্যাস বুক করা ‌যাবে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থেকেও।

রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিগুলির মধ্যে একমাত্র ইন্ডিয়ান অয়েলই এভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে।

কীভাবে এলপিজি সিলিন্ডার বুক করবেন-

নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে লগইন করতে হবে।

এরপর ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ফেসবুক পেজ @indianoilcorplimited-এ গিয়ে ‘book now’-এ ক্লিক করতে হবে। বুক হয়ে যাবে আপনার ইন্ডেন গ্যাস।

একই ভাবে টুইটার অ্যাকাউন্ট থেকেও গ্যাস বুক করা ‌যাবে।

নিজের টুইটার অ্যাকাইন্টে গিয়ে refill লিখে @indanerefill টুইট করতে হবে।

প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য টুইট করতে হবে register LPGID এ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qJrBw4

January 09, 2018 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top