পাচারের অভিযোগে গ্রেফতার জেট এয়ারওয়েজের বিমান সেবিকা

নয়াদিল্লি, ৯ জানুয়ারিঃ জেট এয়ারওয়েজের এক বিমানসেবিকাকে গ্রেফতার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই)। অভিযোগ, ওই বিমানসেবিকা ৪,৮০,২০০ মার্কিন ডলার দিল্লি বিমানবন্দর থেকে হংকং নিয়ে যাচ্ছিলেন। যার ভারতীয় মূল্য ৩.২১ কোটি টাকা।

ধৃতকে জেরা করে গোটা চক্রের বিষয়ে জানার চেষ্টা চলছে।

জেট এয়ারওয়েজ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি স্বীকার করে জানিয়েছে, তদন্ত রিপোর্ট হাতে এলে তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

জানা গিয়েছে, ধৃত ওই বিমান সেবিকা কালো টাকার বদলে দেশে সোনা নিয়ে আসার কাজ করছিলেন। দিল্লির বিবেক বিহারের বাসিন্দ অমিত মালহোত্রা নামে এক ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত। সে বিমানসেবিকাদের তার এই চক্রে কাজে লাগাতো। চোরাচালান হওয়া গোটা টাকার ১ শতাংশ কমিশন হিসেবে পেতেন ওই বিমান সেবিকা।

জানা গিয়েছে, টাকাগুলি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফেলা হত। ফলে তা স্ক্যানারের ধরা পড়ত না। অমিত ও ওই বিমানসেবিকাকে গ্রেফতার করা হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mg7twN

January 09, 2018 at 01:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top