উঁহু! চুলচেরা বিশ্লেষণে ২০১৮-য় টলিউড মাতানোর কথা যে সব ছবির, তার সবকটাকে মুখ্য চরিত্রের দিকে খেয়াল রেখে নতুন বলা যাবে না! যেমন, শবর, ব্যোমকেশরা সদলবলে ফিরবে ২০১৮-তেও। সে ক্ষেত্রে কেবল প্লটটাই নতুন, এই যা! তবে, একই চরিত্র নিয়ে একটার পর একটা ছবি বানানো চলচ্চিত্রের ইতিহাসে নতুন তো কিছু নয়! ফলে, সেই দিকটা বাদ দিয়ে এক এক করে দেখে নেওয়া যাক, কোন কোন ছবিগুলো কোমর বেঁধেছে পরস্পরকে টেক্কা দিতে! আরও পড়ুন:আমি রসগোল্লার চেয়েও বেশি মিষ্টি আর হিসাবের দিকটা মাথায় রেখে ছবিগুলোকে ভাগ করে নেওয়া যাক তাদের প্রযোজনা সংস্থার নিরিখে। একেই তো বিমুদ্রাকরণের হাতে পড়ে বাংলা ছবির প্রযোজনা সংস্থা কমে এসেছে! তার উপর আবার একটা বছরে যে সব বাংলা ছবি তৈরি হয়, তার সিংহভাগটাই দখল করে থাকে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আর সুরিন্দর ফিল্মস। তাঁদের পাশাপাশি বাণিজ্যিক বাংলা ছবির দুনিয়ায় এসকে মুভিজ-কেও বাদ দেওয়া যাবে না। এ ছাড়া হালফিলে বাংলার সেরা প্রযোজনা সংস্থার তালিকায় নাম উঠেছে দেবের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস আর নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির উইন্ডোজ-এর। বাদ পড়ছে না জিতের জিৎস ফিল্ম ওয়ার্কসও! তথ্যসূত্র: খবর অনলাইন আরএস/১২:৪৮/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EqDjOS
January 01, 2018 at 08:53PM
01 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top