এবার সূর্যকে স্পর্শ করবে নাসা

নিউইয়র্ক, ১ জানুয়ারিঃ নাসার পরবর্তী মিশন সূর্য। পার্কার নামের মহাকাশযানে ভর করে সূর্যকে স্পর্শ করবে নাসা। মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই যানটিই হবে মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথম কোনও স্পেসক্রাফ্ট যা সূর্যের পরিমণ্ডলের গভীরে প্রবেশ করবে। যানটির উত্‍ক্ষেপণ করা হবে ২০১৮ সালের জুন মাসে। কিন্তু নাসা বলছে, এটি সূর্যের চারদিকে ঘুরতে শুরু করবে ২০২৪ সাল থেকে।

আর তাই পার্কারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রচণ্ড গরমের মধ্যে টিকে থাকা। সূর্যের পরিমণ্ডল বা ফটোস্টিম্ফিয়ারের যে জায়গায় থেকে এটি ঘুরবে, সেখানকার তাপমাত্রা এক হাজার ৩০০ ডিগ্রি সেলসিয়াস বা আড়াই হাজার ডিগ্রি ফারেনহাইট।

পার্কার তৈরি করে এই যানটিকে মহাকাশে পাঠাতে নাসার খরচ হবে প্রায় দেড় বিলিয়ন ডলার। এর আকার হবে ছোট্ট একটি গাড়ির সমান।

সূর্য থেকে প্রায় ৪০ লক্ষ মাইল দূরে থেকে পার্কার নিজের কাজ করবে। পার্কার জানার চেষ্টা করবে সূর্যের গঠন সম্পর্কে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2C3wRMj

January 01, 2018 at 02:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top