কলকাতা, ১ জানুয়ারিঃ ভরা শীতে ঠান্ডা না পড়লেও নতুন বছরের প্রথম সপ্তাহেই তাপমাত্রা খানিকটা নামতে পারে। এমনটাই আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। দফতর অবশ্য আগেই পূর্বাভাস দিয়েছিল যে, বছরের শেষদিনে তেমন ঠান্ডা পড়বে না। সেইমতোই এদিন সকালের দিকে ও রাতে ঠান্ডার আমেজ থাকলেও দিনভর তেমনটা ছিল না।
যদিও আবহবিদদের একাংশ জানাচ্ছেন, চলতি শীতের মরসুমে ধারাবাহিকভাবে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার দোসর হিসাবে দেখা দিয়েছে ঘূর্ণাবর্ত। আর তাতেই বারবার ব্যাহত হয়েছে উত্তুরে হাওয়ার গতি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CqfqsB
January 01, 2018 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন