আই লিগে আজ ডার্বি লড়াই

কলকাতা, ২১ জানুয়ারিঃ মরশুমের ফিরতি ডার্বিতে আজ আইলিগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইলিগের প্রথম লেগে লাল হলুদকে হারিয়ে দিয়েছিল মেরিনার্সরা। কিন্তু তারপর পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সেই সময় চ্যাম্পিয়নের দৌড়ে থাকা মোহনবাগান বেশ কয়েকটি ম্যাচ ড্র করে ও হেরে গিয়ে লিগ টেবিলের অনেকটাই পিছনে। পদত্যাগ করেছেন দীর্ঘদিনের কোচ সঞ্জয় সেনও। সবুজ মেরুনের দায়িত্বে এখন আরেক বাঙালি শঙ্করলাল চক্রবর্তী। যদিও তার আমলেও ভালো কিছু পারফরম্যান্স করতে পারেনি বাগান। চাপ বাড়িয়ে দেশে ফিরে যাচ্ছেন সোনি নর্দেও। উলটো দিকে ইস্টবেঙ্গল দুর্ধর্ষ পারফরম্যান্স করতে পারতে না পারলেও এখনও চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে। রবিবাসরীয় ডার্বিতে জিততে পারলে খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে তারা। সবুজ মেরুন শিবির যখন গোল করার লোক খুঁজছে, লাল হলুদের ভয় তাদের ডিফেন্স নিয়ে। ফলে কাদের মুখে আজ হাসি ফুটবে, তা বলা মুশকিল। তবে বিশেষজ্ঞরা ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছেন আজকের ম্যাচে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mVG5Vq

January 21, 2018 at 01:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top