সুরমা টাইমস ডেস্ক::
স্কার্ফ পরার কারণে ইতালির এক মুসলিম নারী আইনজীবীকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে। আসমা বিলফিকির নামের ওই আইনজীবী স্কার্ফ পরে গত বুধবার কোর্টে শুনানিতে গেলে বিচারক তাকে বের করে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা।
আসমা বিলফিকিকে সেখানকার সরকারি জজ বলেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামি পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন।
কিন্তু মরক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানিয়েছেন।
তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে। একই সঙ্গে আদালতের সামনে একটি নোটিশ টাঙানো হয়। নোটিশে লেখা হয়, কোনো ব্যক্তি যদি আদালতে শুনানিতে অংশ নিতে চান তাহলে তিনি অস্ত্র বহন করা ও মাধা ঢেকে রাখা পোশাক পরতে পারবে না।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mWj6Jw
January 20, 2018 at 10:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন