জামালগঞ্জে চাকুরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচির প্রথম ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি শুরু করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সেবাদানকারী সিএইচসিপি সদস্যরা এ অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে অংশগ্রহণ করছে।

সরকারের স্বাস্থ্যখাতে সবচেয়ে সাফল্য পাওয়া কমিউনিটি ক্লিনিকের কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে সারাদেশে চলতি মাসের গত ২০শে জানুয়ারি থেকে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি ও সকল অনলাইন রিপোর্ট বন্ধের কর্মসূচি পালন শুরু করেছে।

গত ১৮ই জানুয়ারি সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় আহবায়ক শহিদুল ইসলাম ও প্রধান উপদেষ্টা কামাল সরকার ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

নির্দিষ্ট সময়ে দাবি আদায় না-হলে পহেলা ফেব্রুয়ারি থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে যাবে সারাদেশের কমিউনিটি ক্লিনিক কর্মীরা।

জামালগঞ্জ উপজেলার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নিজাম নুর, উপজেলার সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক রঞ্জন তালুকদার, সিএইচসিপি বিজন পুরকায়স্থ, ইকবাল হোসেন, আল হেলাল, রুমা রানী সরকার, আব্দুল্লাহ আল কাউছার, আজিম উদ্দিন প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2G1541a

January 21, 2018 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top