সুরমা টাইমস ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ ভূমিধস জয় পেয়েছে। মোট ২৫টি পদের মধ্যে তারা জিতেছে ২৪টিতে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ জিতেছে একটি মাত্র পদে। বাম সমর্থিত প্রগতি পরিষদ কোনো পদেই জিততে পারেনি।
গত ৬, ১৩ এবং ২০ জানুয়ারি এই ভোট হয়েছে। এই ভোটগ্রহণ হয় দেশের বিভিন্ন এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হয় শনিবার। আজ রবিবার বিকালে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য নাসরিন আহমেদ।
তিনি বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখানে ভোট কারচুপি বা জালিয়াতির কোনো অভিযোগ ওঠেনি।’ এবারের নির্বাচনে ভোটার ছিল ৪৩ হাজার ৯৯৭ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২২ হাজার ৬৪২ জন।
গণতান্ত্রিক ঐক্য পরিষদ নির্বাচিত প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. অসীম সরকার, এ.আর.এম এনামুল হক চৌধুরী, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুজ্জো, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালন, এম ফরিদউদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চেীধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক মো. আব্দুল বারী, আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু কৃষ্ঞ মজুমদার, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত একমাত্র প্রার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2F0jTQD
January 21, 2018 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.