শীতলকুচি, ১৩ জানুয়ারিঃ শীতলকুচিতে বিজেপি কর্মী সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিজেপি-র শীতলকুচি মন্ডল অবজারভার কনক বর্মন ও মন্ডল কমিটির সুরজিৎ বর্মন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
কনকবাবুর অভিযোগ, এদিন বিজেপি-র কর্মী সভায় তিনি ও দলের নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। সেখানে আচমকাই একদল তৃণমূল সমর্থক লাঠি সোটা নিয়ে তাঁদের উপর হামলা চালায়। ঘটনার পর দলের পক্ষ থেকে শীতলকুচি থানায় ফোনে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি-র কোচবিহার জেলা সম্পাদক অভিজিৎ বর্মন। বলেন, ‘শীতলকুচিতে গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি কর্মীরা একত্রিত হলেই আক্রমণ হচ্ছে। রবিবার এই ঘটনায় শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করা হবে।’
এদিকে, তৃণমূলের পক্ষ থেকে হামলার ঘটনার কথা অস্বীকার করে দাবি করা হয়েছে, বিজেপি-র গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা ঘটেছে। বিজেপি-র পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানান তৃণমূল কংগ্রেসের খলিসামারি অঞ্চল সভাপতি আবু বক্কর সিদ্দিকী।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EEHdmy
January 13, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন