একের পর এক ব্যর্থতায় এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সঙ্গে যোগ হলো আরেকটি পরাজয়। ভিয়ারিয়ালের কাছে ঘরের মাঠেই হেরে গেছে জিনেদিন জিদানের দল। শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে রোনালদো-বেলরা। লা লিগায় সান্টিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের এটি প্রথম জয়। এই হারের মাধ্যমে পয়েন্ট টেবিলেও উন্নতি হলো না রিয়ালের। ১৮ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে রিয়াল। ১৮ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে রয়েছে বার্সেলোনা। অর্থাৎ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বার্সেলোনা থেকে এখনও ১৬ পয়েন্ট পিছিয়ে। ১৯ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। আজ রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ রয়েছে বার্সেলোনার। আরও পড়ুন:জিদানকে ছাঁটাইয়ের জন্য রোনালদোর সুপারিশ! গত রাতে বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদই এগিয়ে ছিল। ম্যাচে তারাই আধিপত্য বিস্তার করেছে। কিন্তু কাজের কাজটি করেছে ভিয়ারিয়াল। ম্যাচের ৮৭ মিনিটে রিয়ালের জালে বল জড়ান পাবলো ফোরনালস। এই এক গোলেই হাসিমুখে মাঠ ছাড়ে অতিথিরা। আর ঘরের মাঠে হতাশা নিয়ে মাঠ ছাড়তে জিনেদিন জিদানের শিষ্যদের। সূত্র:ঢাকাটাইমস২৪ এমএ/১০:০০/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mrMMgK
January 14, 2018 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top