চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের বাইরে ঋদ্ধি, পরিবর্তে কার্তিক

নয়াদিল্লি, ১৬ জানুয়ারিঃ চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দলের বাইরে চলে গেলেন। তাঁর জায়গায় দলে আনা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে।

গত ১১ জানুয়ারি অনুশীলনের সময় চোট পেয়েছিলেন। এজন্য চলতি টেস্টে খেলতে পারেননি তিনি। এবার পুরো সিরিজেই দলের বাইরে চলে গেলেন তিনি। এটা ভারতীয় দলের কাছে বড়ো ধাক্কা।
আগামী ২৪ জানুয়ারি জোহানেসবার্গে তৃতীয় টেস্ট শুরু হবে।
বিসিসিআইয়ের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, নির্বাচক কমিটি ঋদ্ধিমানের জায়গায় দীনেশ কার্তিককে বেছে নিয়েছে। তিনি শেষ টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2D8AqRG

January 16, 2018 at 02:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top