সুনাহর আলীর জানাযা সম্পন্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব সোনাহর আলী সুনু মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না—রাজেউন। শনিবার রাত সাড়ে ১১টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র, ৩কন্যা সহ অসংখ্য নাতি নাতনী আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত রবিবার বেলা ২টায় চিলাউড়া রসুলপুর ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পাঞ্চায়েতী কবস্থানে দাফন সম্পন্ন হয়।

নামাজের জানাযায় ইমামতি করেন হাফিজ আবু তাহের। চিলাউড়া গ্রামের তরুন সমাজসেবী আবুল হাশিম ডালিমের পরিচালনায় জানাযার নামাজ পূর্ব মরহুম সোনাহর আলী সুনু মিয়া বর্নাঢ্য জীবনের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী ছুপি মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার খলিলুর রহমান খলিল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া,

উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক ডা: আছকির খান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, মরহুম সোনাহর আলী সুনু মিয়ার ভাই মনু মিয়া ও পুত্র হেলাল আহমদ লিটন। জানাযার নামাজে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আজিজুস সামাদ আজাদ ডন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা দিলু মিয়া, আব্দুল মনাফসহ সহস্্রাধিক ধর্মপ্রান মুসল্লিগন নামাজের জানাযায় অংশ নেন।

প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ মাষ্টার, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,

দৈনিক উত্তরপূর্বের প্রধান বার্তা সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ মুক্তা, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জাতীয় পার্টি সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, যুক্তরাজ্যের লিড্স আওয়ামী লীগ নেতা সাবেক জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম নুর, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক রুমেন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DCc8kg

January 16, 2018 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top