সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা বলেছেন, দেশে শৈত প্রবাহ চলছে। এই অবস্থার অনুদাবন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষদের শীত নিবারণের জন্য সারাদেশে জনপ্রতিনিধিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ চলছে। শীতবস্ত্র পেয়ে গরীব মানুষগুলো উপকৃত হচ্ছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল ১৫ জানুয়ারি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামে মরহুম কারী খোরশেদ আলীর বাড়ীতে জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশিষ্ট মুরব্বী আলহাজ¦ মনির আলীর সভাপতিত্বে ও তুরুকখলা হাড়িয়ারচর স্বপ্নপূরণ একতা যুব সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক সাংবাদিক এম.এ খালিক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী,
দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, বিশিষ্ট মুরব্বী আলহাজ¦ আব্দুল মছব্বির, দক্ষিণ সুরমা প্রেসকাবের কোষাধ্যক্ষ, দৈনিক জালালাবদের দক্ষিণ সুরমা প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান। উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, মিঠু মোহন দেব, সাবেক ফুটবলার সেলিম আহমদ, ইঞ্জিনিয়ার জামাল আহমদ, ব্যবসায়ী এলো মিয়া, সমাজকর্মী রুমান আহমদ, আমির আলী, সেবুল আহমদ, সাহেদ আহমদ, জায়েদ আহমদ, ইমন আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DCc3Nu
January 16, 2018 at 02:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন