সেলিনা হায়াত আইভীকে হত্যাচেষ্টার থানায় অভিযোগ


সুরমা টাইমস ডেস্ক ঃঃ রায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ নিয়ে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় ১ হাজার মানুষের বিরুদ্ধে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের আইন বিষয়ক কর্মকর্তা জিএম এ সাত্তার বাদী হয়ে সদর থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১ হাজার জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুর রাজ্জাক পরিবর্তন ডটকমকে জানান, মামলার জন্য একটি আবেদন করা হয়েছে। এখনো মামলা রেকর্ড হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

অভিযোগে বলা হয়েছে, আইভীকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি হকার বসানো নিয়ে চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে সংঘর্ষে সিটি মেয়র আইভীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।

ঘটনার দু’দিন পর অসুস্থ অবস্থায় আইভীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n36q31

January 23, 2018 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top