চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর এলাকার বাগবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১টি কাটার, ২টি রামদা ও ১টি দা উদ্ধার করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। এসময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে ৩ ডাকাত আটক হন।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান- ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় রাত ৩টার দিকে গোপন সূত্রে খরব পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান- গুলিবিদ্ধ ৩ ডাকাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা এখনও র্যাবের হেফাজতে রয়েছেন। তবে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2n1iwKy
January 23, 2018 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন