সুলতানা কামালের নেতৃত্বে নতুন ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন


সুরমা টাইমস ডেস্ক ঃঃ মানবাধিকারকর্মী সুলতানা কামালের নেতৃত্বে নতুন ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ (এমএসএফ) নামে মানবাধিকার সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনের পথ চলা শুরু হয়।

মানবাধিকার সংস্কৃতিক ফাউন্ডেশনে সুলতানা কামালকে সভাপতি ও অ্যাডভোকেট মো. সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সানিয়া ফাহিম আনসারী, ডালিয়া আফরোজ, জাহিদুল আলম হিট্টু, তানভিয়া রোসলিন সুলতানা, সাদিয়া তাসনিম, ইভা শাহা, তাওফিক আল মামুন।

সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে সভাপতি সুলতানা কামাল বলেন, ব্যক্তি-পরিবার-সমাজ ও রাষ্ট্রের সংস্কৃতিতে মানবাধিকারের বোধ সৃষ্টি করাই আমাদের লক্ষ্যে।

তিনি বলেন, মতপ্রকাশ এবং সভা-সমাবেশে বাধা প্রদান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নারী-শিশুর প্রতি সহিংসতা, ভিন্ন মতপোষণকারী এবং মানবাধিকার সংরক্ষণে ভূমিকা গ্রহণকারীদের উপর হুমকি-হামলা, রাজনৈতিক সন্ত্রাস, রাজনীতির পৃষ্ঠপোষকতায় সীমাহীন অনিয়ম ও দুর্নীতি বর্তমান বাংলাদেশে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতে এবং মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি তার বক্তব্য নতুন এ সংগঠনকে স্বাগত জানিয়ে বলেন, মানবাধিকারের সংস্কৃতি এখনো আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। তাই সুলতানা কামালের নেতৃত্বে যে পথ চলা শুরু হয়েছে তারা যেন মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারে সেই কামনাই রইলো।

তিনি বলেন, মানবাধিকার নামে দেশে বেশ কিছু বিতর্কিত বা ভুয়া প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ভুয়া প্রতিষ্ঠানগুলোর কারণে মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদের সম্পর্কে নীতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তাই আপনারা এ বিষয়টি নিয়ে সচেতন থাকবেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DMHAw0

January 18, 2018 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top