সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে ইজারার শর্ত অমান্য করে যান্ত্রিক চালিত মেশিনের সাহায্যে বড় বড় গর্ত তৈরি করে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে।
ইজারার নির্দেশ অমান্য করে কতিপয় পাথর ব্যবসায়ীরা কোয়ারীর লীজ এবং লীজ বর্হিভূত এলাকা থেকে কয়েকশ’ বড় বড় গর্ত তৈরি করে পাথর উত্তোলন করায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পাথর কোয়ারীতে অভিযান অব্যাহত রাখলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অবৈধ ভাবে পাথর উত্তোলন চলছে।
বুধবার বেলা দেড়টায় ইউএনও তানিয়া সুলতানার নেতৃত্বে পাথর কোয়ারী এলাকায় ইজারার শর্ত অমান্য করে বড় বড় পুকুরের মতো গর্ত তৈরি করে পাথর উত্তোলনকালে ১৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়। পাথর কোয়ারীর ক্ষতবিক্ষত সাউদগ্রাম, বড়গ্রাম, ডাউকেরগুল, তেরহালী, সতিপুর এলাকায় গতকাল অভিযান পরিচালনা করা হয়।
কিন্তু কোয়ারীতে অভিযানের খবর পেয়ে যারা গর্ত থেকে যান্ত্রিক চালিত মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করছে সেই সব পাথর ব্যবসায়ীরা তাদের যন্ত্রপাতি অন্যত্র সরিয়ে ফেলেন। অভিযানকালে কয়েকজন পাথর ব্যবসায়ীর নামের তালিকা করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউএনও অভিযানের সময় উপস্থিত কানাইঘাট থানার ওসি (তদন্ত) নুনু মিয়াকে নির্দেশ দেন।
কোয়ারীতে অভিযান কালে নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানান কোয়ারী এলাকায় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যারা ইজারা শর্ত লংঘন করে পরিবেশের ক্ষতি করে পাথর উত্তোলন করছেন তাদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। এ সব পাথর খেকো ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। দু’একদিনের মধ্যে তাদের সঠিক তালিকা করে নিয়মিত মামলা দায়ের করা হবে।
কোয়ারী এলাকার পরিবেশ রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি তিনি সচেতন মহলকেও এগিয়ে আসার আহবান জানান। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি লুসি কান্ত হাজং, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া, সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম, লোভাছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মামুন রশিদ সহ উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DjvDgg
January 18, 2018 at 03:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন