এইচওয়ানবি ভিসাতে আপাতত কোনো বদল নেই, স্বস্তিতে ভারতীয়রা

ওয়াশিংটন, ৯ জানুয়ারিঃ এইচ-১বি ভিসা আইনে এখনই কোনও রদবদল ঘটাচ্ছে না আমেরিকা। মঙ্গলবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসী পরিসেবা দফতর (ইউএসসিআইএস) একথা জানাল।

ফলে আপাততত স্বস্তিতেই আছেন আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী ও ছাত্ররা, যারা ওই ভিসাতেই সেখানে বসবাস করছেন। কম্পিটিটিভনেস  আইন (AC21)-এর অন্তর্গত ১০৪ ধারায় কিছু ভাসা ও অর্থ পরিবর্তন করে ভিসার মেয়াদ বৃদ্ধিতে যে কড়াকড়ি আনার প্রস্তাব পেশ হয়েছিল তা প্রয়োগ হলে এখনই আমেরিকা ছাড়তে হত তাঁদের।

ইউএসসিআইএস এর জনসংযোগ বিভাগের প্রধান জোনাথন উইদিংটন বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ নীতি কার্যকর করতে কিছু কিছু ক্ষেত্রে রদবদল ঘটানোর কথা ভাবা হচ্ছে। এমনকী, কাজের জন্য ভিসা নীতিও পুনর্বিবেচনা করা হবে। তবে চাপের মুখে পড়ে এইচ-১বি ভিসা নীতিতে বদল করা হবে- এমন কোনও রিপোর্ট প্রকাশিত হলে, তা একেবারেই ভুয়ো।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AIf4Zp

January 09, 2018 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top