নয়াদিল্লি, ৯ জানুয়ারিঃ দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। দেশের বিভিন্ন প্রান্তের রেল নেটওয়ার্কের সঠিক পর্যবেক্ষণের জন্য এবার থেকে ড্রোনের ব্যবহার চালু করতে চলেছে রেল। মূলত নিরাপত্তা ও রেললাইনের উপর নজরদারি বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় কাজের গতি, প্রকৃতি, যাত্রীদের ভিড় সামলাতেও কাজে দেবে এই ড্রোন।
একটি বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, এই ধরনের ক্যামেরা কেনার জন্য ইতিমধ্যেই প্রতিটি জোনে নির্দেশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল উন্নত করা এবং নিরাপত্তা বাড়ানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আরও বেশি করে প্রযুক্তি ব্যবহার বাড়ানো লক্ষ্য রেলের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CUaTjb
January 09, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন