কলকাতা, ৩০ জানুয়ারিঃ আজ থেকে শুরু হল রাজ্য বাজেট অধিবেশন। প্রথা অনুযায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির ভাষণ দিয়ে শুরু হয় অধিবেশন। বিধানসভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরুতেই মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন রাজ্যপাল। পরে তিনি কন্যাশ্রীর বিশ্বজয় এবং খাদ্যসাথী সহ বিভিন্ন বিষয়ে রাজ্যসরকারের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ, ইকো পার্ক নিয়েও রাজ্য সরকারের প্রশংসা করেছেন তিনি।
এদিকে রাজ্যপালের বক্তৃতার মাঝেই বিরোধীরা মুর্শিদাবাদের বাস দুর্ঘটনায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।
রাজ্যসরকারের প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘পাহাড়ে শান্তি ফিরেছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য একাধিক পুলিশ কমিশনারেট গঠন করা হয়েছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BDA18j
January 30, 2018 at 05:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন